নেপাল থেকে হুগলিতে গ্রামের বাড়ি এসে নিখোঁজ নাবালিকা
পোলবার নারায়ণ পাড়ায় গ্রামের বাড়িতে এসে নিখোঁজ হয় নাবালিকা
হুগলি: নেপাল থেকে হুগলিতে এসে নিখোঁজ নাবালিকা। জানা যায়, পোলবার নারায়ণ পাড়ায় গ্রামের বাড়িতে এসে নিখোঁজ হয় নাবালিকা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকার বাবা সুশীল মুর্মু, তাঁর গ্রামের বাড়ি পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের নারায়নণ পাড়া গ্রামে। পেশায় ট্রাক চালক সুশীল মুর্মু থাকেন কল্যাণীতে। সুশীলের স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে নেপালের বিরাট নগরে থাকেন। সেখানে সুশীল যাতায়াত করেন।
সুশীলের স্ত্রী মীনা তাঁদের দুই সন্তানকে নিয়ে দশমীর দিন নারায়ণ পাড়ার গ্রামে আসেন। সেখানে তাঁর পিশি ও বোন থাকেন। বুধবার বিকেলে মীনা ছেলে-মেয়েকে নিয়ে গোটুতে এক আত্মীয়ের বাড়ি যান। মাঠে দুই ভাইবোন লুকোচরি খেলছিল। তারপর থেকেই নিখোঁজ নাবালিকা। নাবালিকার মা জানান, মেয়ে ভাল বাংলা জানে না। নেপালি আর অল্প হিন্দি জানে। গ্রামের পথঘাটও চেনে না। এলাকায় সেই অর্থে তার পরিচিত কেউ নেই। কী হল? কোথায় গেল? কিছুই বুঝতে পারছেন না।
Post a Comment