চুল পড়া বন্ধ হলেও ফাঁকা জায়গা ভরাট হয় না? এই আয়ুর্বেদিক তেলেই গজাবে নতুন চুল, কীভাবে বানাবেন জানুন
আজকাল ওয়েব ডেস্ক: চুল পড়া নিয়ে কম বেশি আমরা সবাই ভুক্তভোগী। সারাদিনে ৫০-১০০টা চুল পড়তেই পারে। আবার সেই জায়গায় নতুন চুলও গজিয়ে যায়। কিন্তু সমস্যা দেখা যায় যখন চুল পড়ার পর আর নতুন করে চুল ওঠে না। কিন্তু চুল পড়লে সেই জায়গায় টাক পড়ে যায়। নতুন চুল গজাতে সাহায্য না করলে টাক পড়ে যাবে অল্প বয়সে।
তাই ঘরেই তৈরি করুন এই আয়ুর্বেদিক তেল। শুধু চুল পড়া বন্ধ নয়, নতুন চুল গজাতেও ভীষন কার্যকরী একটি এই তেল।
একটি কড়াইতে ৫০০ গ্ৰাম নারকেল তেল নিন। আঁচ বাড়িয়ে ফুটতে দিন।ফুটতে শুরু করলে একে একে হাফ কাপ করে কালোজিরে, মেথি ও ফ্ল্যাক্স সিড দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার কয়েকটি পরিষ্কার করে ধুয়ে রাখা জবা গাছের পাতা ও তিনটি জবা ফুল দিন। সঙ্গে পাঁচটি আমলকীকে টুকরো করে কেটে দিয়ে দিন। অ্যালোভেরার পাতাকেও একইভাবে ধুয়ে কুচি করে নিয়ে ফুটন্ত তেলে দিন। সমস্ত উপকরণগুলো ভাল মতো ভাজা হলে ফেনা তৈরি হবে। প্যানের তেল ফুটে কালো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দিন। একটি কাঁচের শিশিতে তেল ঢেলে রাখুন। রাখার আগে দু'চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। প্রায় একমাস এই তেল রেখে ব্যবহার করতে পারেন।
আপনার পড়ে যাওয়া চুলের জায়গায় টাক তৈরি হলে, সেই জায়গা ভরাট করবে এই তেল। অ্যালোভেরায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, মিনারেল, এবং অন্যান্য উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোনিন নামের উপাদান চুলের গোড়া শক্ত করে। অ্যালোভেরা চুলকে ময়েশ্চারাইজ করে এবং হাইড্রেটেড রাখে।স্ক্যাল্পের pH-র ভারসাম্য বজায় থাকে।
আমলকিতে ভিটামিন সি থাকে, যা কোলাজেন প্রোটিন উৎপাদন বাড়ায়। এই কোলাজেন নতুন কোষ বা ফলিকল তৈরিতে সাহায্য করে। আমলকিতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস, ভিটামিন, এবং মিনারেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।কালোজিরের বীজে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্যান্য বায়োঅ্যাকটিভ যৌগ থাকে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। মেথিতে থাকা ফ্ল্যাভনয়েডস এবং স্যাপোনিনের অ্যান্টিইনফ্ল্যামেটরি ও অ্যান্টিফাঙ্গাল গুণ স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে। জবা পাতায় বিটা ক্যারোটিন থাকে, যা চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। অ্যামিনো অ্যাসিড থাকে, যা চুলের কেরাটিন উৎপাদন বাড়িয়ে দেয়। এতো উপকারী উপাদান একসঙ্গে চুলের যত্নে এই তেলে ব্যবহার করা হয়েছে। নতুন চুল গজানো ও জেল্লা ফিরে আপনার চুল হবে আরও মজবুত ও ঘন।
Post a Comment