‘বহু নায়িকা দেখেছি, তোমার শরীরের গন্ধ সেরা’, কোন অভিনেত্রীকে বলেছিলেন শাহরুখ?
শাহরুখের সঙ্গে জুটি হিসাবে বার বার প্রশংসিত হয়েছেন কাজল, রানি মুখোপাধ্যায়, প্রীতি জ়িন্টারা। কিন্তু শাহরুখ নিজে এক অন্য অভিনেত্রীর সঙ্গে শুটিং করতে পছন্দ করেন।
একাধিক অভিনেত্রীর সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন শাহরুখ খান। বলিউডে তাঁর আর এক নাম রোম্যান্সের রাজা। একটা প্রজন্ম প্রেমের সংজ্ঞাই শিখেছে তাঁকে দেখে। যে কোনও অভিনেত্রীর সঙ্গেই তাঁর প্রেমের রসায়ন নিয়ে চর্চা হয়েছে। শাহরুখের সঙ্গে জুটি হিসাবে বার বার প্রশংসিত হয়েছেন কাজল, রানি মুখোপাধ্যায়, প্রীতি জ়িন্টারা। কিন্তু শাহরুখ নিজে এক অন্য অভিনেত্রীর সঙ্গে শুটিং করতে পছন্দ করেন। তার অবশ্য বিশেষ একটি কারণও রয়েছে।
রবিনা টন্ডন নিজেই এক সাক্ষাৎকারে এই অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন। বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও রবিনার সঙ্গে শুটিংয়ের সময় নাকি শাহরুখ একটি বেশিই খুশি থাকতেন। আর তার সবচেয়ে বড় কারণ, রবিনার গায়ের সুগন্ধ। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেছেন, “‘জ়মানা দিওয়ানা’ ছবির শুটিংয়ের সময় অথবা এখনও শাহরুখের সঙ্গে দেখা হলেই আমাকে ও একটা মজার কথা বলে।”
এ বার সেলিম খানের মন্তব্যে আহত ভাবাবেগ! নতুন দাবিতে ক্ষোভ উগরে দিলেন সলমনের ‘শত্রুরা’
শাহরুখ নাকি দেখা হলেই রবিনাকে বলেন, “আমি বহু নায়িকার সঙ্গে কাজ করেছি। কিন্তু তোমার শরীর থেকে সবচেয়ে সুগন্ধ বেরোয়।” এমনকি রবিনা কোন সুগন্ধি ব্যবহার করেন, তা-ও এক বার শাহরুখ জানতে চেয়েছিলেন। শুটিং সেটে নানা রসিকতা করতেন বলিউডের বাদশাহ। তাই নিজের ছবির নায়ক হিসাবে শাহরুখকে পেয়েও খুশি হতেন রবিনা।
শনিবার ৫০তম জন্মদিন উদ্যাপন করলেন রবিনা টন্ডন। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘পটনা শুক্ল’ নামে এক ওয়েব সিরিজ়ে। এই ছবির পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। শাহরুখের সঙ্গে রবিনার অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে ‘ইয়ে লমহা জুদাই কা’ ও ‘জাদু’।
অর্জুনের সঙ্গে বিচ্ছেদ, বাবার মৃত্যুর শোক! দুর্দিনে মালাইকার পাশে এসে দাঁড়ান সলমন খান
কালো টপ-স্কার্টে হিন্দি গানে নাচ! মঞ্চে ঝড় তুলে প্রশংসা কুড়োলেন আইআইটি পড়ুয়া, জুটল সমালোচনাও
ভারত-চিন সীমান্তে সেনা সরানোয় ভূমিকা নেই তাদের, সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলল আমেরিকা
কেমন আছে বাংলার ব্রহ্মদৈত্য, মামদো, শাকচুন্নিরা? পশ্চিমি ভূতেদের দাপটে কোণঠাসা কি ‘তেনারা’?
বিহারের শ্রমিককে খুনের চেষ্টার অভিযোগ
Post a Comment