Shah Rukh Khan: এবার আরও ছকভাঙা! ২ নভেম্বর বড় ঘোষণা করতে চলেছেন শাহরুখ খান? বলিউডে বড় খবর
Shah Rukh Khan: আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শাহরুখ খানের জন্মদিন। আগামী ২ নভেম্বর ৫৯ বছরে পা দিতে চলেছেন বলিউডের বাদশা, কিং খান।
আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শাহরুখ খানের জন্মদিন। আগামী ২ নভেম্বর ৫৯ বছরে পা দিতে চলেছেন বলিউডের বাদশা, কিং খান। আর তার আগেই বলিউডে বড় গুঞ্জন।
বহুদিন ধরেই বলিউডের বাতাসে বড় খবর, এবার মেয়ে সুহানা খানের সঙ্গে একই ছবিতে দেখা যাবে শাহরুখকে।
সুজয় ঘোষের আগামী ছবিতে শাহরুখ খান ও সুহানা খান যে এক সঙ্গে অভিনয় করছেন সে খবর আগেই জানা গিয়েছে। গত বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনে ভরপুর ছবি দর্শককে উপহার দিয়েছেন শাহরুখ। আরও এক বার অ্যাকশন অবতারেই ধরা দিতে চলেছেন তিনি।
এবার আরও ছকভাঙা হতে চলেছে শাহরুখের চরিত্র। মেয়ে সুহানাকেও দেখা যাবে চ্যালেঞ্জিং রোলে। আর সেই ছবির নাম হতে পারে 'কিং'।
ছবিতে খলচরিত্রের জন্য সুজয়ের পছন্দ অভিষেক বচ্চন, এমনও খবর রয়েছে বলিউডে।
অতীতে শাহরুখের সঙ্গেও ‘কভি অলবিদা না কেহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন অভিষেক। কিন্তু এই প্রথম বাদশার সঙ্গে তিনি সম্মুখ সমরে নামতে চলেছেন।
শাহরুখেন জন্মদিন ২ নভেম্বরেই নাকি এই ছবির ঘোষণা করতে পারেন অভিনেতা ও পরিচালক। ভক্তদের জন্য এর থেকে বড় রিটার্ন গিফট আর কী-ই বা হতে পারে, এমন ভাবনা থেকেই এই সিদ্ধান্ত।
Post a Comment